চট্টগ্রাম বন্দরের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সারাদিন বিভিন্ন কর্মসূচি পালন করে। গত শুক্রবার সকাল ৯টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এবং বন্দরের সব সদস্য বন্দর ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বন্দরের সব সদস্য ও বিভাগীয় প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীসহ নেতারা উপস্থিত ছিলেন। ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্বির স্বপ্নে রঙিন’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সকাল ১০টা ৪৫ মিনিটে শহীদ ফজলুর রহমান মুন্সি অডিটরিয়ামে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ থিমের ওপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বন্দর কর্তৃপক্ষের আওতাধীন সব মসজিদ, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের উন্নতমানের খাদ্য পরিবেশন করা হয়। বিকাল ৪টায় চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সে শিশু-কিশোর শিক্ষার্থীদের মধ্যে অভ্যন্তরীন ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম ফজলার রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।