ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফে আবারো অপহরণ

টেকনাফে আবারো অপহরণ

কক্সবাজারের টেকনাফে ক্ষেতে কাজ করার সময় এক কৃষককে তুলে নিয়ে ‘মুক্তিপণের দাবি’র অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল রোববার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। অপহৃত কৃষক মো. সৈয়দ টেকনাফের হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে রাশেদ মাহমুদ আলী বলেন, সকালে হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়ায় নিজের ক্ষেতে কাজ করতে যান স্থানীয় কৃষক মো. সৈয়দ। এক পর্যায়ে মুখোশ পরা একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। এর আগেও জুম্মাপাড়ার আশপাশের এলাকায় মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মুক্তিপণের দাবিতে কৃষক মো. সৈয়দকে অপহরণ করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, রাতে তিনি কক্সবাজার শহরে অবস্থান করছিলেন। সকালে ঘটনাটি শোনার পর হ্নীলার উদ্দেশ্যে রওনা দেন।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন বলেন, সকালে হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া থেকে এক কৃষককে অপহরণের খবর স্থানীয়দের কাছ থেকে শুনেছি। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়।

গত ৬ মাসে টেকনাফের পাহাড়কেন্দ্রিক ৫০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৭ জন রোহিঙ্গা, ৩৩ জন স্থানীয় বাসিন্দা।

সর্বশেষ গত ১৬ মার্চ ৭ জন অপহরণের পর সাড়ে ৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফেরত আসে। পুলিশ সর্বশেষ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ২১ জানুয়ারি হোয়াইক্যং-শামলাপুর সড়ক পাহাড়ি ঢালার ভেতর থেকে মো. হোসেন নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত