ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সারা দেশে পালিত হলো ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী

সারা দেশে পালিত হলো ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী

সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে গতকাল দুপুর ৩টায় ‘ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলামের প্রচার প্রসারে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের সর্বস্তরের আলেম-ওলামা, ইমাম, খতিব, ইসলামী চিন্তাবিদদের জন্য একটি অভিন্ন প্লাটফর্ম তৈরি করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ইসলামিক ফাউন্ডেশন কুরআন ও সুন্নাহর সঠিক শিক্ষা জাতির কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম। অনুষ্ঠানের বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর এএফএম ইয়াহিয়া চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার ও সাবেক পরিচালক ড. শাহাদাত হোসেন। এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. মনিরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। অন্যদিকে গতকাল সকাল ৮টায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের নেতৃত্বে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে (ধানমন্ডি ৩২ নম্বর) পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ৯.৩০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধান কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। এরপর দুপুর ১.৩০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া আজ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিটি জেলা ও বিভাগীয় কার্যালয়েও র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত