আফগানিস্তান-পাকিস্তান

শক্তিশালী ভূমিকম্পে ১৩ জন নিহত

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৫। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে জার্মের কাছে ছিল এর উৎপত্তিস্থল। এটি কাবুলের সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আঘাত হানে। স্থায়ী হয় ৩০ সেকেন্ড। এটি এতই শক্তিশালী ছিল যে, দুই হাজার মাইল দূরের মধ্য এশিয়া ও ভারতের দিল্লিতেও এটি অনুভূত হয়। পাকিস্তানের খাইবার পাখতুন খোয়া প্রদেশের জরুরি উদ্ধার সার্ভিসের মুখপাত্র বিলাল ফাইজি বলেছেন, ‘এটি শক্তিশালী ভূমিকম্প ছিল। এর তীব্রতার কারণে আমরা সর্বোচ্চ ক্ষতির আশঙ্কা করেছিলাম। এ কারণে আমরা সতর্কতা জারি করেছি।’

তিনি বলেন, কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। বাসিন্দারা আতঙ্কিত ছিল খুব। কিন্তু ক্ষতির পরিমাণ কম। খাইবার পাখুতন খোয়া প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে দুই নারী দুই শিশুসহ ৯ জন নিহত হয়েছে। আফগানিস্তানের কর্মকর্তারা ভূমিকম্পে চারজনের প্রাণহানি ও ৪৪ জনের আহত হওয়ার খবর জানিয়েছে। উল্লেখ্য, এ অঞ্চলে বিশেষত হিন্দুকুশ পর্বত এলাকায় প্রায়ই ভূমিকম্প হয়। কারণ এটি ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের কাছে অবস্থিত।