ডাউন সিন্ড্রোম নিয়ে সরকার কাজ করছে

বললেন সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ডাউন সিন্ড্রোম প্রতিবন্ধিতা বিষয়ে সরকার কাজ করছে। এ ধরনের প্রতিবন্ধিতা জেনেটিক কারণে হয়। তাই বিষয়টি জটিল। ডাউন সিন্ড্রোম শিশুদের সুন্দর ও সাবলীল জীবন নিশ্চিত করতে আধুনিক সকল ব্যবস্থা নেয়া হচ্ছে। মন্ত্রী সম্প্রতি রাজধানীর ইস্কাটনের সুইড বাংলাদেশ মিলনায়তনে বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। সব ধরনের প্রতিবন্ধিতা শনাক্ত করে তাদের জীবনমান উন্নয়ন করা হচ্ছে। বিশেষ ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও যত্ন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ, উপবৃত্তি ও অনুদান দেয়া হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, প্রতিবন্ধী শিশুরা বিদেশ থেকে সম্মান নিয়ে এসেছে। তাদের সুন্দর আগামী নিশ্চয়তার ব্যবস্থা করতে হবে। তাদের জন্য সুনির্দিষ্টভাবে কাজ করতে হবে। পরে মন্ত্রী ডাউন সিন্ড্রোম শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।