ঢাকা ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

বিশ্বের সবচেয়ে দামি আম

বিশ্বের সবচেয়ে দামি আম

ফল চুরির ভয়ে আমবাগানে লাঠি হাতে পাহারা নতুন কিছু নয়। কিন্তু গাছে মাত্র ৭টি আম। আর তার পাহারায় ৪ জন সিকিউরিটি গার্ড ও ৬টি জার্মান শেপার্ড! বাড়াবাড়ি ভাবছেন নিশ্চই? কিন্তু, এই আমের একেকটির দাম শুনলেই চমকে যাবেন আরও। মধ্যপ্রদেশের জব্বলপুরের এক আমবাগানে রয়েছে এই গাছ। তার সঙ্গে এলাহি সুরক্ষা ব্যবস্থা। খালি সিসিটিভিটাই বাকি! হিমসাগর, মল্লিকা, ল্যাংড়া, বেগমপছন্দ, গোলাপখাসের সঙ্গে এই আম গুলিয়ে ফেললে ভুল করবেন। কারণ এটি বিশ্বের অন্যতম বিরল প্রজাতির আম। এর নাম ‘মিয়াজাকি’। এই আমের উৎপত্তি জাপানে। আন্তর্জাতিক বাজারে মিয়াজাকি আম ২ লাখ ৭০ হাজার টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়। জাপানে একটি মিয়াজাকি আমের দাম ১৫ হাজার টাকারও বেশি হতে পারে। বিশেষ তাপমাত্রা, নির্দিষ্ট পরিমাণে পানি, পরিমিত সারসহ একাধিক জিনিসের সমন্বয়ে মিয়াজাকি আম চাষ করতে হয়। এছাড়া যে কোনো মিয়াজাকি আমের বাগানে আম যাতে নষ্ট না হয়, তার জন্যও ব্যবস্থা করা হয়। আমের বোঁটার সঙ্গে গাছের মূল ডাল একটি সরু, শক্ত নাইলনের দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। এর ফলে আম সহজে খসে পড়বে না। এছাড়া প্রতিটি আম প্লাস্টিকের প্যাকেটে মুড়ে দেওয়া হয়। যাতে গায়ে একটুও দাগ না লাগে। সূত্র : ইন্টারনেট

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত