সৌরচালিত ইলেকট্রিক গাড়ি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
গাড়ির জ্বালানি খরচের কথা চিন্তা করতে হবে না। বাজারে এলো সোলার কার। এই গাড়ি একবার চার্জ দিলে টানা ২৫০ কিলোমিটার চলবে। ব্যাটারিচালিত এই গাড়ি এনেছে ভারতের পুনেভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ভ্যায়ভি মোবিলিটি। গাড়ির মডেল ইভা। ভারতের প্রথম সৌরচালিত ইলেকট্রিক গাড়ি ইভাতে একগুচ্ছ সুবিধা পাবেন চালকরা। ক্রমশ বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। কিন্তু এই গাড়ি চার্জ করতে চার্জিং স্টেশন খুঁজতে হয়। নয়া ইভা গাড়িতে চার্জের চিন্তা করতে হবে না। রোদে পার্ক করে রাখলেই চার্জ হবে গাড়ির ব্যাটারি। সৌরচালিত ইলেকট্রিক গাড়ি ইভা কবে লঞ্চ হবে তা এখনো জানা যায়নি। বর্তমানে এই গাড়ি পরীক্ষা-নীরিক্ষার পর্যায়ের রয়েছে। ২০২৪ সালে গাড়িটি বাজারে আসার কথা রয়েছে। ইভা ইলেকট্রিক গাড়িটি সাইজেও বেশ ছোট হতে চলেছে। ২ সিটের হলেও মনে করা হচ্ছে তিনজন যাত্রী এই গাড়িতে অনায়াসে বসতে পারবেন।