অন্যরকম

অস্ট্রেলিয়ায় বিরল প্রজাতির মাকড়সার সন্ধান

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

অস্ট্রেলিয়ায় ‘ট্র্যাপডোর’ মাকড়সার বিশালাকার একটি প্রজাতি খুঁজে পেয়েছেন গবেষকেরা। এই প্রজাতির মেয়ে মাকড়সাগুলো বন্য পরিবেশে ২০ বছরের বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে। লম্বায় হতে পারে সর্বোচ্চ ৫ সেন্টিমিটার। পুরুষ মাকড়সাগুলো ৩ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডেই শুধু এই প্রজাতিটির দেখা মিলেছে। ইংরেজি শব্দ ‘ট্র্যাপডোর’ এর অর্থ এমন এক দরজা যা ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়। খবর : সিএনএন

এই মাকড়সার এই রকম নাম দেয়ার কারণ, এরা পোকামাকড় শিকার করতে পাতা দিয়ে দরজার মতো এক ধরনের ফাঁদ তৈরি করে, যেগুলো পোকামাকড়কে বোকা বানায়। ট্র্যাপডোর মাকড়সার অন্য সব প্রজাতি সাধারণত দেড় থেকে ৩ সেন্টিমিটার লম্বা হয়। তুলনায় নতুন করে খুঁজে পাওয়া এই প্রজাতিকে বিশাল বলছেন গবেষকেরা। বিজ্ঞানীদের মতে, ট্র্যাপডোর মাকড়সার এই প্রজাতি বিরল। এগুলো মানুষের পক্ষে তেমন বিপজ্জনক নয়। নতুন করে এটি খুঁজে পাওয়া গেছে কুইন্সল্যান্ডের ব্রিগলো বেল্ট অঞ্চলের বনভূমিতে। তবে বন উজাড় হয়ে যাওয়ার কারণে মাকড়সাগুলোর থাকার জায়গা ধ্বংস হয়ে যাচ্ছে। মাকড়সাটি খুঁজে পেয়েছেন কুইন্সল্যান্ড জাদুঘরের বিজ্ঞানীরা। তারা যা বলছেন, এর অর্থ, এই মাকড়সাগুলো বনভূমিতে খোলামেলা স্থানে বসবাস করে। মাটিতে গর্ত করে বাসা তৈরি করে। মেয়ে মাকড়সাগুলো মাটির নীচেই থাকে। তবে পুরুষ মাকড়সা পাঁচ থেকে সাত বছর পরপর অন্য বাসায় গিয়ে নতুন সঙ্গীর খোঁজ করে। সূত্র : ইন্টারনেট