ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রাজনৈতিক বিরোধের জের

রূপগঞ্জে যুবলীগ নেতার অফিস-বাড়িতে হামলার ঘটনায় আহত দুই

রূপগঞ্জে যুবলীগ নেতার অফিস-বাড়িতে হামলার ঘটনায় আহত দুই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আব্দুর রহমান নামে এক যুবলীগ নেতার অফিস ও বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় বাধা দেয়ায় দুই নারীকে পিটিয়ে আহত করেছে হামলাকারীরা। গত সোমবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাব বাড়ৈপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

যুবলীগ নেতা আব্দুর রহমান জানান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতি দুই বলয়ে বিভক্ত। একটি পক্ষকে স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী, আরেকটি পক্ষকে উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া ও রফিকুল ইসলাম নেতৃত্ব দেন। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া ও রফিকুল ইসলামের বলয়ে রাজনীতি করেন। এরই জেরে সোমবার তারাবিহ নামাজের সময় এমপি বলয়ের ভুলতা ইউনিয়র যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুমা আক্তার, ছাত্রলীগ নেতা নিশাত মোল্লা, নজরুল, খোকন, রাহুল ও রুহুল আমিনসহ ১৫ থেকে ১৬ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার রাজনৈতিক অফিসে হামলা চালায়। এ সময় হামলাকারীরা সেখানে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। পরে তারা রহমানের বসত বাড়ীতে গিয়েও হামলা চালায়। হামলায় বাধা দেয়ায় হামলাকারীরা রহমানের স্ত্রী সোনিয়া আক্তার ও ভাগ্নী স্বপ্না আক্তারকে মারধর করে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আব্দুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, হামলা ও ভাঙচুরের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত