রমজানের শুরু থেকে রাজধানীতে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ভ্রাম্যমাণ এ বিক্রয় কার্যক্রম চলবে ২৮ রমজান পর্যন্ত।
এরমধ্যে বাজারে দাম কমায় ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রেও ডিম ও ড্রেসড ব্রয়লার (চামড়া ছাড়া) মুরগির দাম কমানো হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, বাজারে দাম কিছুটা কমায় ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রেও দামে সামঞ্জস্য আনা হয়েছে।
ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে আসা ক্রেতারা জানান, এখানে বাজার থেকে দাম কম, তাই কিনতে আসি। তারা জানান, ডিমণ্ডমুরগির মাংসের দাম কমায় আমরা সন্তুষ্ট। তবে গরু আর খাসির মাংসের দামও কিছুটা কমানো দরকার। খাসির দাম তো বাজারেও অনেক বেশি এখানেও বেশি।
রাজধানীর নতুনবাজার (বাড্ডা), কড়াইল বস্তি, খামারবাড়ি, আজিমপুর মাতৃসদন, গাবতলী, দিয়াবাড়ী (উত্তরা), জাপান গার্ডেন সিটি, ৬০ ফুট রোড, খিলগাঁও (রেলক্রসিংয়ের দক্ষিণে), সচিবালয়ের পাশে (আবদুল গণি রোড), সেগুনবাগিচা (কাঁচাবাজার), আরামবাগ, রামপুরা, কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে), বছিলা, হাজারীবাগ (সেকশন), লুকাস মোড় (নাখালপাড়া), নয়াবাজার (পুরান ঢাকা) এবং কামরাঙ্গীরচর এলাকায় সুলভমূল্যে এসব পণ্য বিক্রি হচ্ছে।
ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসড ব্রয়লার মুরগি প্রতি কেজি ৩০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম ডজনপ্রতি ১১০ টাকা দামে বিক্রি হচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুধ, ডিম ও মাংসের সরবরাহ ও মূল্যস্থিতিশীল রাখার লক্ষ্যে, রমজান মাসে জনসাধারণ যেন প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।