ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ফখরুলের মন্তব্য

সাংবাদিকের বিরুদ্ধে মামলা মতপ্রকাশের ওপর আঘাত

সাংবাদিকের বিরুদ্ধে মামলা মতপ্রকাশের ওপর আঘাত

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রতিবেদক শামসুজ্জামান শামস এবং যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সরকার জনগণকে একটি ‘বার্তা’ দিতে চেয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে বর্তমান শাসকগোষ্ঠী দেশবাসীর কাছে বার্তা দিতে চায় যে, সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা যাবে না, স্বাধীনভাবে মত প্রকাশ করা যাবে না।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেন বিএনপি মহাসচিব। সেখানে তিনি অবিলম্বে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত। গণমাধ্যমের কণ্ঠকে নিস্তব্ধ করার জন্যই এই কালো আইনকে ব্যবহার করে চূড়ান্ত দমন চালানো হচ্ছে।

ফখরুলের অভিযোগ, গণমাধ্যমের ‘কণ্ঠ স্তব্ধ করতে’ সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করছে। তিনি বলেন, আমরা দাবি করছি, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিক মতিউর রহমান, মাহবুব আলম লাবলু ও শামসুজ্জামান শামসের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত