ঢাকা ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

হুইলচেয়ারে ভ্রমণ রিনি’র

হুইলচেয়ারে ভ্রমণ রিনি’র

রিনি ব্রুনস (৩৮) বিশ্বের ৭টি মহাদেশ এবং ১১৭টি দেশে ভ্রমণ করেছেন। তিনি একটি বিমা কোম্পানিতে কাজ করতেন। ভুল চিকিৎসাজনিত কারণে ৭ বছর বয়স থেকেই রিনি হুইলচেয়ারে। জীবনে কিছুটা সময় চিকিৎসার জন্য তিনি তার মায়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। এরপর থেকেই ভ্রমণের প্রতি ভালোবাসা তৈরি হয় তার মনে। রিনির স্বপ্ন হলো জাতিসংঘের প্রতিটি সদস্য দেশ সফর করা। ১৯৫টি দেশের মধ্যে তিনি এরই মধ্যে অর্ধেকেরও বেশি সফর করেছেন। ১৬ বছর বয়সেই রিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য ঘুরে ফেলেছেন। ভ্রমণ করা রিনির জন্য একটি চ্যালেঞ্জ। কারণ অনেক দেশ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য থাকার ব্যবস্থা করে না। রিনি যেখানেই যান স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করতে পছন্দ করেন। সিএনএন ট্রাভেলকে দেয়া এক সাক্ষাৎকারে রিনি জানান, ‘আমি সর্বদা একটি রেস্তোরাঁ বা হোটেলে একজন স্থানীয় ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করি এবং তাদের সঙ্গে কয়েক ঘণ্টা সময় কাটাতে পারি’। কোভিড-১৯ মহামারি রিনির দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। তার মতে, ‘জীবন অনেক দ্রুত আমাদের কাছ থেকে কেড়ে নেয়া যেতে পারে।’ এরপর ২০২২ সালের মে মাসে চাকরি ছেড়ে দেন। সেই মাসেই তিনি ইন্দোনেশিয়া পাড়ি জমান। রিনি তার ভ্রমণ কাহিনি নথিভুক্ত করার জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করেন।

সেখানে ‘হুইলস ট্রাভেলস’ নামে একটি ব্লগ রয়েছে তার। সম্প্রতি রিনি ১ বছরে হুইলচেয়ারে সর্বোচ্চ সংখ্যক দেশ ভ্রমণ করার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত