ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাইকোর্টের রুল জারি

শিবচরে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ নয়

শিবচরে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ নয়

মাদারীপুরের শিবচরে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জনের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, অর্থ, সড়ক ও জনপথ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। গত ১৯ মার্চ সকাল সোয়া ৮টার দিকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৭ জন নিহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন অন্তত ২৫ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত