ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

খানবাহাদুর আহ্ছানউল্লার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল

খানবাহাদুর আহ্ছানউল্লার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল

আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিল ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের (ডিএনসিসি পিএ ৩) আয়োজনে মিরপুরের মাজার রোডের মাতৃসদনের সভাকক্ষে ও তার জীবন ও কর্মবিষয়ক ভিডিওচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর জীবনী সম্পর্কে আলোচনা করেন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ ও উপ-পরিচালক মোখলেছুর রহমান। মিশন সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে ও সহকারী পরিচালক ডা. নায়লা পারভিন সভা পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্য সেক্টর ও প্রকল্পের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। মাহফিলে মিশন প্রতিষ্ঠাতার রুহের মাগফিরাত ও মিশনের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত