পৃথিবীর কাছে সিটি কিলার
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
পৃথিবীর খুব কাছ দিয়ে উড়ে গেছে সিটি কিলার গ্রহাণু ‘২০২৩ ডিজেড২’। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, সিটি কিলার গ্রহাণু কক্ষপথে চলার সময় সম্প্রতি শনিবার পৃথিবীর খুব কাছে চলে আসে। এই গ্রহাণুর নামের পাশে কিলার বা খুনি শব্দটি রয়েছে, এতে এর নাম শুনলে যে কেউ ভয় পেতে পারেন। তবে ভয়ের কিছু ঘটেনি। পৃথিবীর কাছ দিয়ে গেছে ঠিক, আমাদের গ্রহের কোনো ক্ষতি হয়নি। খবর সিএনএনের। ‘২০২৩ ডিজেড২’ নামের গ্রহাণুটি গত শনিবার পৃথিবী ও চাঁদের কক্ষপথের মাঝামাঝি অবস্থানে এসেছিল। তখন পৃথিবী থেকে এর দূরত্ব ছিল ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। অপরদিকে চাঁদ থেকে এর দূরত্ব ছিল ১ লাখ ৭০ হাজার কিলোমিটার। গ্রহাণুর আকার ১৩১ থেকে ৩২৮ ফুট। বায়ুমণ্ডলে এ আকারের অসংখ্য গ্রহাণু থাকলেও, এটি নিয়ে আলাদাভাবে আলোচনা হচ্ছে।
কারণ হিসেবে জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞরা বলেছেন, ‘এই গ্রহাণুর বিশেষত্ব হলো এটি একেবারেই বিরল। এত ছোট আকারের একটি বস্তু পৃথিবীর এত কাছ দিয়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক ঘটনা নয়। প্রতি দশ বছরে একবার এমনটি হয়। জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞরা জানান, গ্রহাণুর নামের পাশে সিটি কিলার শব্দটি যুক্ত করা হয়েছে পৃথিবীতে প্রভাব রাখা দুটি গ্রহাণুর ওপর ভিত্তি করে। ১৯০৮ সালে তুংসা ইভেন্টের সময় একটি গ্রহাণু পৃথিবীতে একটি শকওয়েভ বা তরঙ্গ পাঠিয়েছিল। যার প্রভাবে সাইবেরিয়া বনের ২ হাজার কিলোমিটার অঞ্চল উজাড় হয়ে গিয়েছিল। এ ছাড়া প্রায় ৫০ হাজার বছর আগে একটি লোহার গ্রহাণু যুক্তরাষ্ট্রের বর্তমান অ্যারিজোনাতে ১ দশমিক ২ কিলোমিটার বিস্তৃত অঞ্চলজুড়ে ১৮০ কিলোমিটার গভীর খাদের সৃষ্টি করেছিল। বিশেষজ্ঞরা আরো বলেন, যখন মহাকাশের কোনো বস্তু পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে এবং ভূমিতে সজোরে আঘাত হানে, আর ঘটনাটি ঘটে কোনো জনমানবশূন্যস্থানে, তাহলে চিন্তার কোনো বিষয় নেই। কিন্তু যদি এটি কোনো শহরে আঘাত হানে তাহলে ওই শহরটি ধ্বংস হয়ে যাবে। যার প্রভাবে শহরটি থেকে মানুষকে সরিয়ে নিতে হবে। যেহেতু এ আকারের গ্রহাণুর আঘাতে কোনো শহর ধ্বংস হয়ে যেতে পারে তাই এগুলোকে সিটি কিলার হিসেবে অভিহিত করা হয়। সূত্র : ইন্টারনেট