বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি
প্রাথমিক শিক্ষকদের গ্রেড বৃদ্ধিসহ ৫ দফা দাবি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম ও প্রধান শিক্ষকদের নবম গ্রেডে বেতন নির্ধারণসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। গতকাল শনিবার এসময় উপজেলা রিসোর্স সেন্টারে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের সহকারী ইন্সট্রাক্টর পদে চলতি দায়িত্ব দেওয়ার প্রস্তাব বাতিলেরও দাবি জানানো হয়। এছাড়া প্রাথমিক শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশনাল হিসেবে গণ্য করাসহ পদোন্নতির সব ধরনের জটিলতা দূর করার দাবি জানানো হয়। সহকারী শিক্ষকদের মধ্যে থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়ারও দাবি সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। পাশাপাশি চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদায়ন এবং প্রধান শিক্ষকদের সিনিয়রিটি ও যোগ্যতার ভিত্তিতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদ থেকে পরিচালক পর্যন্ত পদোন্নতির দাবিও জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।