ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

২০ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষিদ্ধ

২০ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষিদ্ধ

হ্রদের পানি কমে যাওয়ায় এবং কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ এপ্রিল মধ্য রাত থেকে হ্রদে সব ধরনের মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্তÍ নিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

গতকাল রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙ্গামাটি জেলার ব্যবস্থাপক মো. আশরাফুল আলম ভুইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দসহ জেলার মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমে যাওয়ার কারণে এবং হ্রদের মৎস্য সম্পদ রক্ষায় চলতি মাসের ২০ এপ্রিল মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ ও পরিবহণ নিষিদ্ধ থাকবে। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধভাবে মাছ শিকার বন্ধে হ্রদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত