ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রযুক্তির পথে একধাপ এগিয়ে মিরপুরে আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল

প্রযুক্তির পথে একধাপ এগিয়ে মিরপুরে আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল

আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল মিরপুরের উদ্যোগে রোগীদের সুবিধার্থে অনলাইন রিপোর্টিং প্রেরণের ব্যবস্থা এবং রক্তের প্লাজমা থেকে প্লাটিলেট তৈরি করার প্রযুক্তির যথাযথ ব্যবহার শুরু হয়েছে। গতকাল বুধবার মিরপুরের আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের পরিচালক কাজী ফরহাদ আলভী আনুষ্ঠানিকভাবে অনলাইনে টেস্ট রিপোর্ট প্রেরণের মাধ্যমে এই অনলাইন সিস্টেমের সূচনা করেন। একই সাথে তিনি ব্লাড ব্যাংকের কনসালটেন্টদের নিরলস প্রচেষ্টায় রক্তের প্লাজমা থেকে প্লাটিলেট তৈরি করার অত্যাধুনিক প্রযুক্তির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের উপ-পরিচালক ও সিনিয়র কনসালটেন্ট ডা. সুব্রত মিস্ত্রী, অনকোলজি বিভাগের প্রধান সিনিয়র কনসালটেন্ট ডা. ইসলাম চৌধুরী, গাইনি কনসালটেন্ট ডা. সেলিনা পারভীন, ব্লাড ব্যাংক এবং প্যাথলজি বিভাগের ইনচার্জ, মেডিক্যাল টেকনোলজিস্ট ও প্রশাসন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রোগীদের চাহিদা মোতাবেক অনলাইনের মাধ্যমে সরাসরি ল্যাবের সিসমেক্স মেশিন থেকে দ্রুত টেস্ট রিপোর্ট প্রেরণ করা হবে। এই পদ্ধতি চালু হলে রোগীদের রিপোর্ট ডেলিভারি কাউন্টারে রিপোর্টের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। এছাড়া বর্তমানে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্লাটিলেট কমে আশঙ্কাজনক অবস্থার সৃষ্টি হয়, এমতাবস্থায় দ্রুত রোগীকে প্লাটিলেট দিতে হয়। এই প্রযুক্তি ব্যবহার করে প্লাজমা থেকে প্লাটিলেট তৈরি করে অত্যন্ত কম সময়ে সাশ্রয়ী মূল্যে রোগীকে সরবরাহ করা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত