অতি অগ্নিঝুঁকিতে গুলিস্তান পাতাল মার্কেট
ফায়ার সার্ভিস
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট অতি অগ্নিঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল বৃহস্পতিবার দুপুরে মার্কেটটি পরিদর্শন শেষে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১ এর জোন প্রধান মো. বজলুর রশিদ। গণমাধ্যমকে তিনি বলেন, গতকাল দুপুর ১২টা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে অগ্নিঝুঁকি অ্যাসেসমেন্টের উদ্দেশ্যে গুলিস্তানের পাতাল মার্কেট পরিদর্শন করে। মার্কেটে পানির কোনো উৎস নেই। আগুন লাগলে সেখানে পানি পৌঁছানোর মতো কোনো ব্যবস্থাও নেই। যেখানে স্মোক বা ফায়ার ডিটেকটরও নেই। সেখানে ফায়ার এক্সটিংগুইশার পাওয়া গেলেও কোনোটি মেয়াদোত্তীর্ণ, কোনোটি অকার্যকর। সেখানে ভেন্টিলেশন ব্যবস্থা একেবারে অকার্যকর। ছোট ও সরু সিঁড়িতে বসেছে দোকান। শুধু তাই নয়, দুই বছর আগে একই মার্কেট পরিদর্শন শেষে একই ধরনের প্রতিবেদন দাখিল করেছিল ফায়ার সার্ভিস। কিন্তু কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তিনি বলেন, আমরা রিপোর্টের কপি দিয়ে আসছি। আজকের পরিদর্শনের প্রতিবেদন সদর দপ্তরে দাখিল করা হবে। তিনি বলেন, গত এক মাসে আমার নিয়ন্ত্রণাধীন ঢাকা জোন-১ এলাকায় মার্কেটসহ বহুতল ভবন পরিদর্শন করেছি। সবগুলোই ঝুঁকিপূর্ণ। তবে ৯টি মার্কেট অতি অগ্নিঝুঁকিতে রয়েছে।