ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রমজানে ৭০০ দরিদ্রকে ইফতার বিতরণ করল ঢাকা আহ্ছানিয়া মিশন

রমজানে ৭০০ দরিদ্রকে ইফতার বিতরণ করল ঢাকা আহ্ছানিয়া মিশন

ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের মাধ্যমে ৭০০ জন সুবিধাবঞ্চিত ব্যক্তি ও পথশিশুর মধ্যে খাদ্যসামগ্রী ও ইফতার প্যাকেজ প্রদান করা হয়েছে। মুসলিম এইড বাংলাদেশ’র আর্থিক সহযোগিতায় রমজান ফুড প্যাকেজ ২০২৩ প্রকল্পের আওতায় গত ৮ এপ্রিল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর মোহাম্মাদপুর, যাত্রাবাড়ী, মতিঝিল, কমলাপুর, টিটিপাড়া, কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকার ৪০০ শিশুর মধ্যে ইফতার প্যাকেজ তুলে দেয়া হয়েছে। একই সঙ্গে ঢাকার মিরপর, সাতক্ষীরার নলতা এবং পটুয়াখালী জেলার গলাচিপায় মোট ৩০০ জন সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের মাঝে ৩ হাজার টাকার সমমূল্যের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। প্রতিটি প্যাকেজে ৩৬ কেজি ওজনের খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ২০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি করে দেশি পেঁয়াজ, রসুন, ছোলা, এবং প্রতিটি পণ্য ১ কেজি করে মুসুর ডাল, দেশি পেঁয়াজ, লবণ, খেজুর, মুড়ি, ছোলা, নুডুলস্ ইত্যাদি। এর মধ্যে মিরপুরে ১০০ জন দরিদ্র পরিবার ৩ হাজার টাকা মূল্যের ফুড ভাউচার পেয়েছে, যার মাধ্যমে দরিদ্র পরিবার মিরপুরের একটি সুপার শপ থেকে যে কোনো খাদ্য সামগ্রী ক্রয় করতে পারবে। খাদ্য সামগ্রী ইফতার প্যাকেজ তুলে দিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কমলাপুর, টিটিপাড়া, কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার মো. সুলতান মিয়া, যাত্রাড়ীতে ৪৯নং ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার মো. বাদল সরদার, মিরপুরে ৬নং ওয়ার্ড কমিশনার তাজুল ইসলাম চৌধুরী, শিক্ষা সেক্টরের জয়েন্ট ডিরেক্টর মো. মনিরুজ্জামান, মুসলিম এইড বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রতিনিধি মো. ওয়ারিউল্লাহ, সাতক্ষীরার নলতায় ডামের যগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বাচ্চু, পটুয়াখালীতে ডিআইসি প্রকল্পের প্রজেক্ট কো-আরডিনেটর মো. নাসির উদ্দিন, মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিস্ট এলাকার বিভিন্ন সমাজসেবী ও স্বেচ্ছাসেবক। ফুড ভাউচার অনুষ্ঠানে ডাম শিক্ষা সেক্টরের জয়েন্ট ডিরেক্টর মো. মনিরুজ্জামান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুদের জন্য ঢাকা আহ্ছানিয়া মিশন নানামুখি কার্যক্রম বাস্তবায়ন করছে। তার মধ্যে একটি কাজ হলো খাদ্যসামগ্রী ও ইফতার প্যাকেজ বিতরণ। দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তাদের মৌলিক অধিকার নিশ্চিতকরণের ঢাকা আহ্ছানিয়া মিশন কাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দরিদ্র মানুষের জন্য খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবার ও শিশুরা খাদ্য-সামগ্রী ও ইফতার প্যাকেজ পেয়ে আনন্দ প্রকাশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত