চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল সকালে আরাকান সড়কে উপজেলার রায়খালী সেতুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও বাকি দু’জন নারী। হতাহতরা সবাই সিএনজি চালিত অটো রিকশার যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
স্থানীয় লোকজন নিহত তিনজনের নাম জানিয়েছেন, তারা হলেন বাবুল দে (৬০), মো. সেলিম (৪৫) ও অঞ্জনা বেগম। বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন সুমন বলেন, অটোরিকশাটি পটিয়া থেকে বোয়ালখালী-কালুরঘাট সেতুর দিকে যাচ্ছিল। রায়খালী সেতুর মোড়ে বিপরীতমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। দু’জনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, আহত অবস্থায় দু’জনকে আনার পর চিকিৎসক ২৫ বছর বয়সী এক যুবককে মৃত ঘোষণা করেন। এছাড়া জলিল (২৫) নামে আরেক যুবক চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ময়মনসিংহ থেকে ভক্তদের নিয়ে বোয়ালখালী উপজেলা হাওলা দরবার শরীফের ওরশে এসেছিল। কালুরঘাট সেতু দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ থাকায় সেটি পটিয়া হয়ে শাহ আমানত সেতু দিয়ে চট্টগ্রাম শহরে আসছিল। শাহ আমানত সেতু আসার পথে আরাকান সড়কের রায়খালী নামক স্থানে দুর্ঘটনা কবলিত সিএনজি অটো রিকশাকে প্রচণ্ড আঘাত করে। দ্রুত গতির বাসটি সিএনজি ট্যাক্সিকে সজোরে ধাক্কায় দুমড়ে মুচড়ে দেয়। বোয়ালখালী থানার এসআই মোবারক জানান, পাঁজজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা বাসের চালক জাগেরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।