রাজধানীর শনির আখড়ায় একটি টিনশেড বাসার বাথরুমে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ রুকাইয়া জাহান মৌমিতা (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে স্থানীয় শেরেবাংলা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) মারা যায় সে। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, কদমতলীর শনির আখড়া থেকে দগ্ধ অবস্থায় এক কিশোরীকে আমাদের এখানে ভর্তি করা হয়েছিল। আজ বিকালে চিকিৎসাধীন অবস্থায় সে এইচডিইউতে মারা গেছে। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ মৌমিতার মা লিপি আক্তার বলেন, গত রোববার আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম তখন বাথরুম থেকে হঠাৎ মৌমিতার চিৎকার শুনতে পাই। পরে গিয়ে দেখি মৌমিতার শরীরে জামা কাপড়ে আগুন ধরে গেছে। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। সে আমাদের জানিয়েছিল বাথরুমে লাইটের সুইচ দিতেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।