ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রিকশাচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রিকশাচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ সদর উপজেলার আমাটি শিবপুর গ্রামের চাঞ্চল্যকর রিকশাচালক শরিফ হত্যা মামলার রায় গতকাল ঘোষণা করা হয়েছে।

২০১৫ সালের ১০ সেপ্টেম্বর একদল গাঁজা সেবন ও বিক্রয়কার নিরীহ রিকশাচালক শরিফের পথরোধ করে তার হাত পা বেঁধে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সে মারা যায়।

পরে এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় নিহতের চাচা মানিক বাদী হয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। আদালত মামলার বিচারকার্য শেষে ২নং আসামি মো. শফিকুল ইসলাম পিতামৃত চানমিয়া গ্রাম আমাটি শিবপুর কিশোরগঞ্জ সদরের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ সনের ৩০২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেন। বাকি ১, ৩ ও ৪ নং আসামির বিচার শিশু আদালতে চলমান রয়েছে। ১নং আদালতের বিচারক অতি. দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক জনাকীর্ণ আদালতে মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জীবন কুমার রায়। আসামিপক্ষে অ্যাড. লুৎফর রশীদ রানা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত