ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সোনার বাংলা ট্রেন দুর্ঘটনা

চট্টগ্রাম থেকে ট্রেন ছাড়তে বিলম্ব

চট্টগ্রাম থেকে ট্রেন ছাড়তে বিলম্ব

চট্টগ্রাম থেকে ট্রেন গন্তব্যের উদ্দেশে যাচ্ছে দেরিতে। গতকাল থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। প্রথম দিন পাঁচটি ট্রেন স্টেশন ছেড়েছে। এর মধ্যে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন ছেড়েছে দেরিতে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গতকাল সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৫টি ট্রেনের মধ্যে ২টি ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে। কুমিল্লায় দুর্ঘটনার পর সোমবার ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ঈদযাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে চট্টগ্রাম থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাবে সোনার বাংলা এক্সপ্রেস। গত রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রেনকে পেছন দিক থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এ দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীবাহী ট্রেনের প্রায় ৫০ জন যাত্রী আহত হন। এই দুর্ঘটনার কারণে ট্রেনযাত্রা বিলম্বিত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম স্টেশন থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস সকাল ৭টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু দেড় ঘণ্টা দেরিতে ৮টা ৫০ মিনিটে এই ট্রেন যাত্রী নিয়ে স্টেশন ছেড়েছে। আর ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস সকাল ৯টার পরিবর্তে স্টেশন ছাড়ে সকাল পৌনে ১০টায়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, চট্টগ্রাম স্টেশন থেকে পাঁচটি ট্রেনের মধ্যে তিনটি নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। দুটি ট্রেন দেরিতে আসায় দেরিতেই ছেড়েছে। এর মধ্যে পাহাড়িকা এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রামে আসতে দেরি করেছে। এজন্য চট্টগ্রাম থেকে দেরিতে ছাড়তে হয়েছে। আর বিজয় এক্সপ্রেস ট্রেন আসার পর সেটি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সময় লেগেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত