ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রেল স্টেশনে মিলছে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট

রেল স্টেশনে মিলছে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট

ঈদে বরাবরই ঘরমুখো মানুষের চাপ থাকে ট্রেনে। ট্রেনের কোচে মানুষের ভিড় বেশি থাকায় অনেকেই ওঠেন ট্রেনের ছাদে। কিন্তু এবার টিকিট ছাড়া যাতায়াতের কোনো সুযোগ না থাকায় ছাদে উঠতে পারছেন না কেউ। এমনকি টিকিট ছাড়া প্ল্যাটফরমেও ঢোকা যাচ্ছে না। তবে যাত্রীদের চাহিদা বেশি থাকায় যাত্রার দিন আন্তঃনগর ট্রেনের আসনের ২৫ শতাংশ অতিরিক্ত স্ট্যান্ডিং টিকিট দেয়া হচ্ছে। টিকিট থাকা সাপেক্ষে ট্রেন ছাড়ার আগ মুহূর্তেও পাওয়া যাচ্ছে স্ট্যান্ডিং টিকিট।

গতকাল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সরোয়ার তার নিজ কার্যালয়ে সাংবাদিকদেরও এসব জানান। প্রতিদিন ৪৫ হাজার মানুষ ট্রেনে যাতায়াতের সুযোগ পাচ্ছে। তবে ট্রেনে মানুষের চাপ তার চেয়ে কয়েকগুণ বেশি। ফলে সিটসহ টিকিটের পাশাপাশি স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে।

এদিকে স্টেশন ম্যানেজার মাসুদ সরোয়ার জানান, আমরা প্রতিটি আন্তঃনগর ট্রেনের মোট সিটের ২৫ শতাংশ অতিরিক্ত যাত্রীর জন্য স্ট্যান্ডিং টিকিট দিয়ে থাকি। বর্তমানে ঈদযাত্রায় তারচেয়েও বেশি চাহিদা রয়েছে। আন্তঃনগর ট্রেন ছাড়ার আগে স্টেশনে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত