ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার চার সন্ত্রাসী গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার চার সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৫।

গতকাল ভোরে উখিয়ার ১৩ নম্বর ক্যাম্প থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই হত্যা মামলাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি বলে জানিয়েছেন, র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

গ্রেপ্তাররা হলেন, নুর মোহাম্মদের ছেলে আনোয়ার শাহ (২৯), সবু আলমের ছেলে একরাম (২৬), মৃত মো. শাহর ছেলে মো. শাহেদ (২০), মৃত আবদুল করিমের ছেলে সাব্বির আহম্মেদ (২৭)। এরা সবাই ৭ নম্বর ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এদের উখিয়া থানার পুলিশের সোপর্দ করা হয়েছে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী গতকাল জানান, এদের বিরুদ্ধে থাকা সংশ্লিষ্ট মামলা পর্যালোচনা করে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত