ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিরোধী নেতাদের বেছে বেছে সাজা

দাবি বিএনপির
বিরোধী নেতাদের বেছে বেছে সাজা

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিরোধী দলকে নির্মূলের জন্য বেছে বেছে নেতাকর্মীদের বিরুদ্ধে রায় দেয়া হচ্ছে।

গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়ে বিএনপির সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনের যাবজ্জীবন ও ৪৪ জনের সাত বছর করে কারাদণ্ডের যে রায় ঘোষণা করা হয়েছে তা নিঃসন্দেহে ফরমায়েশি রায়। এর আগেও ২০২১ সালে তৈরি করা আইনে হাবিবুল ইসলাম হাবিবকে ১০ বছরের সাজা দেয়া হয়েছে। প্রিন্স বলেন, আইন আদালতকেও সরকার প্রতিহিংসা চরিতার্থের রাজনীতির অনুষঙ্গ করে ফেলেছে। তিনি বলেন, যতই দিন যাচ্ছে ততই একের পর এক সরকারের হিংস্ররূপের বহিঃপ্রকাশ ঘটছে, মানবিক বিবেচনাগুলো পদদলিত করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, তাইফুল ইসলাম টিপু ও হাসান জাফরি তুহিন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত