অন্যরকম

মানুষ ও সারসের ভালোবাসা

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মানুষ ও পশু-পাখির মধ্যে গভীর বন্ধন নতুন কিছু নয়। রূপকথা, কথকতা বা প্রচলিত গল্পেও এ ধরনের সম্পর্কের কথা শোনা যায়। কিন্তু তা যখন ঘটে বিশেষ কোনো প্রেক্ষাপটে, তা বিশেষ মাত্রা পায়। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের কানপুর চিড়িখানায় এক ব্যক্তির কাছ থেকে একটি সারস নিয়ে আসা হয়। বনবিভাগের দাবি ছিল, মানুষের কাছে থাকলে বিপন্ন প্রজাতির পাখিটি আরো বিপন্ন হবে। তাকে প্রাকৃতিক পরিবেশে রাখতে হবে। চিড়িয়াখানায় আনার পর সারসটিকে একটি খাঁচায় রাখা হয়। এরপর খবর আসতে থাকে, সেখানে নয়নাভিরাম ওই পাখিটি ভালো নেই। পাখিটি সেখানে তেমন কিছু খাচ্ছে না। সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। এমন খবর পেয়ে সারসটির পালক আরিফ খান কানপুর চিড়িয়াখানায় যান। আরিফকে দেখা মাত্রই খাঁচাবন্দি সারসটির মধ্যে চনমনে ভাব তৈরি হয়। সারসটি পুরা খাঁচায় দৌড়াতে থাকে। পাখা ঝাপড়াতে শুরু করে। উড়াল দেয়ার পথ খুঁজতে থাকে। এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জানা গেছে, এক বছরেরও বেশি সময় আগে বিপন্ন অবস্থায় সারসটিকে উদ্ধার করেন আরিফ খান। এরপর আদর-যত্ন করে সেটাকে লালন করেন। সারসটিকে মুক্ত অবস্থায় রাখা হলেও এখন তা আরিফকে ছেড়ে কোথাও যায় না। শুধু তাই নয়। সারসটি আরিফের এত ভক্ত হয়ে গেছে যে, সে যে দিকে যায়, সারসটিও সে দিকে যায়। আরিফ মোটরসাইকেল চালালে সারসটি মোটরসাইকেলের সঙ্গে সঙ্গে যায়। সারস ও আরিফের এ গভীর বন্ধনের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।