পাহাড়ে দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় সেনাপ্রধানের

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকাসহ সব সেনানিবাসে যথাযথ ভাবগাম্ভীর্য এবং আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে গত শনিবার ঈদুল ফিতর পালিত হয়েছে। ওইদিন সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সেনাবাহিনীর সব স্তরের কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের উদ্দেশ্যে বামে লংগদু আর্মি ক্যাম্প এবং রাঙামাটি রিজিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন এবং উভয় ক্যাম্পে গাছের চারা রোপণ করেন। আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম; বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. নজরুল ইসলাম; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা; বামে লংগদু আর্মি ক্যাম্প ও রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তা; জেসিও; অন্যান্য পদবির সৈনিক এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধান রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরের সব স্তরের সেনাসদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। উল্লেখ্য, তিনিই প্রথম সেনাবাহিনী প্রধান হিসেবে দুর্গম পাহাড়ি অঞ্চলে দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে ঈদের দিন দুর্গম পাহাড়ি আর্মি ক্যাম্প পরিদর্শনের উদ্যোগ গ্রহণ করেন।