ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তিন কারবারি আটক

কক্সবাজারে শতকোটি টাকা মূল্যের মাদক আইসের চালান জব্দ

কক্সবাজারে শতকোটি টাকা মূল্যের মাদক আইসের চালান জব্দ

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকা থেকে ২১ কেজির অধিক ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের দাম শত কোটি টাকার বেশি বলে দাবি করে দেশের ইতিহাসে এটি আইসের সর্বোচ্চ পরিমাণ চালান আটকের ঘটনা বলেও জানিয়েছে সংস্থাটি। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

বিজিবি অধিনায়ক জানান, কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে অভিযান চালিয়ে ২১ কেজি ৯০ গ্রাম পরিমাণ ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করা হয়েছে। গতকাল ভোরে অভিযান চালিয়ে বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন এগুলো জব্দ করে। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, খবর পাওয়া যায় পালংখালী রহমতের বিল সীমান্তের ২০ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান বাংলাদেশে ঢুকবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ভোর সাড়ে ৪টার দিকে মিয়ানমার ভূখণ্ড থেকে ৬-৭ জনকে বস্তা কাঁধে নিয়ে হেঁটে আসতে দেখেন বিজিবি সদস্যরা। এ সময় তাদের থামার নির্দেশ দেয়া হয়। কিন্তু বাংলাদেশ সীমান্তে ঢুকেই বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে তারা। বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা দুটি বস্তা ফেলে যায়। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে ওই বস্তাগুলোতে ২১ কেজি ৯০ গ্রাম আইস পাওয়া যায়। তিনি জানান, আটকরা হলেন- ইয়াবা গড ফাদার হিসেবে পরিচিত বুজুরুছ মিয়া এবং তার দুই সহযোগী ইসমাইল (২৩) ও ছৈয়দুল বাশার (৪০)। তারা সবাই উখিয়ার বালুখালীর বাসিন্দা বলে জানা গেছে।

উদ্ধার করা ক্রিস্টাল মেথের চালানটি দেশের ইতিহাসের সর্বোচ্চ চালান দাবি করে বিজিবি অধিনায়ক বলেন- মাদকের বড় এই চালানটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মজুদের উদ্দেশ্য ছিল চোরাকারবারিদের। পরে এগুলো ছোট ছোট চালান করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হতো। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত