কক্সবাজারের চকরিয়ায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)সহ তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী। এ সময় ছিনিয়ে নেয়া হয় পুলিশের অস্ত্রও। পরে অভিযান চালিয়ে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাত ১২টায় চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত চকরিয়া থানার এসআই শামীম আল হাসান, কনস্টেবল তরিফুল ও কনস্টেবল মামুনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানিয়েছেন, এসআই শামীম আল হাসানের নেতৃত্বে কনস্টেবল তরিফুল ও মামুন নিয়মিত টহলের অংশ হিসেবে বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় যান। ওই সময় পাহাড়ি এলাকায় হাতে ধারালো অস্ত্র (কিরিচ) হাতে এক ব্যক্তিকে দেখে পুলিশ ওইদিকে যায়। এ সময় একদল সন্ত্রাসী দেশীয় তৈরি অস্ত্রধারী লোক পুলিশের ওপর হামলা চালায়। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করে সন্দেহজনক ১৪ জনকে আটক করে।