শেরপুরে প্রধান বিচারপতি

আমরা দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর প্রতিনিধি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘আমাদের দেশ আগের তুলনায় অনেক এগিয়ে যাচ্ছে। আমরা দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বিচার বিভাগের কর্মকর্তা, আইনজীবী ও আইনজীবী সহকারী সবাই মিলে চেষ্টা করছি জুডিশিয়ালিকে আরো গতিশীল করা।’

তিনি গতকাল সকালে শেরপুরের আদালত প্রাঙ্গণে বিচার প্রর্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায় কুঞ্জ’ উদ্বোধন শেষে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত ৫০ বছরের ইতিহাসে গত বছর সর্বোচ্চ মামলা নিষ্পত্তি হয়েছে। এ সময় সারাদেশে ৮ লাখেরও বেশি মামলা নিষ্পত্তি হয়েছে।

এর আগে তিনি জেলা জজ কোর্ট মিলনায়তনে বিচারকদের সাথে বৈঠক করেন। এরপর তিনি আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ, জেলা আইনজীবীদের সাথে বৈঠক এবং আইনজীবীদের লাইব্রেরি উদ্বোধন করেন।

এ সময় বিচারপতির সাথে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সী মোহাম্মদ মশিউর রহমান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ ও জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।