ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জামায়াত সেক্রেটারিকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

জামায়াত সেক্রেটারিকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় ২০১৮ সালের এক মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রিমান্ড শুনানির জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন।

গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে পল্টন থানার এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মতিঝিল ডিবি পুলিশের উপ-পরিদর্শক ফরমান আলী। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এছাড়া রিমান্ড শুনানির জন্য আগামী ৭ মে দিন ধার্য করেন।

এর আগে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে একাধিকবার রিমান্ডে নেয়া হয়। সেই মামলায় কারাগারে আটক আছেন তিনি।

এদিকে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার প্রায় ২০ মাস ধরে কারাগারে আটক রয়েছেন। তিনি সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে বের হওয়ার প্রাক্কালে পরপর তিনবার নতুন করে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ তিনি ৩০ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান। কিন্তু বের হওয়ার প্রস্তুতির আগেই ১৬ এপ্রিল তাকে অন্য মামলায় গ্রেপ্তারের আবেদন জানানো হয়। গতকাল তাকে আদালতে উপস্থাপন করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৭ মে শুনানির দিন ধার্য করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত