ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গাজীপুর সিটি নির্বাচন

১২ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

১২ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। এ সময় ১২ জন মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ এবং স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে মোহাম্মদ জাহাঙ্গীর আলম; জায়েদা খাতুন; আব্দুল্লাহ আল মামুন; মো. হারুন অর রশীদ; সরকার শাহনুর ইসলাম; মোহাম্মদ অলিউর রহমান ও মো. আবুল হোসেন। মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের মধ্যে জায়েদা খাতুন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতা আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন দলটি। জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। ইভিএমে ভোটের মাধ্যমে আগামী দিনের মেয়র নির্বাচিত হবেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৭ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। ভোট গ্রহণ করা হবে ২৫ মে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত