ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দ্ইু জেলায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

দ্ইু জেলায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি শামিমা সিমার নেতৃত্বে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর গ্রামের কৃষক সুজন মিয়ার বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে ওই কৃষকের ২৩ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। এতে খুবই খুশি হয়েছেন কৃষক সুজন মিয়া। সুজন মিয়া জানান, ধান কাটার মৌসুম এলেই শ্রমিক সংকট দেখা দেয়। আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। ছাত্রলীগের নেতারা তা জানতে পেরে আজ আমার একটি জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। এ বছর আমি প্রায় ১ একর জমিতে বোরো আবাদ করেছি। আমি খুবই আনন্দিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতাদের ধন্যবাদ জানাই। কারণ, কৃষকের কথা চিন্তা করে তিনি পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। ছাত্রলীগের সহ-সভাপতি শামিমা সিমা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রান্তিক কৃষক ভাইদের কষ্ট লাঘবে পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে ছাত্রলীগ কাজ করছে। তার অংশ হিসেবে আমরা নানুপুর গ্রামের অসহায় কৃষক সুজন মিয়ার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। আমাদের এই কাজ অব্যাহত থাকবে। আমাদের এই কাজ দেখে ছাত্রলীগের অন্যরাও উৎসাহ পেয়ে ধান কাটার কাজে সহযোগিতা করেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা আল-আমিন, মো. সিয়াম তালুকদার, তাহসিন খান রায়হান, আশরাফুল আবির, শাকিল পাঠান, মোজাম্মেল হোসেন আলম, রাকিব, এমরান, শামীম ও সৌরভ। এদিকে ফেনীতে চলতি বোরো মৌসুমে তিন কৃষকের প্রায় ২ একর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির জেলা সভাপতি তোফায়েল আহাম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। স্থানীয় সূত্র জানায়, গতকাল ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের শ’খানেক নেতাকর্মী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কাটা মোবারক ঘোনা এলাকায় কৃষকের জমির ধান কাটতে নামেন। তারা তিন কৃষকের ২ একর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন। ধানকাটা কর্মসূচিতে তপু-জাবেদ ছাড়াও ফেনী সরকারি কলেজ শাখা সভাপতি নোমান হাবিব, সদর উপজেলা সভাপতি আকরামুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর সভাপতি কাজী নিজাম উদ্দিন শুভ, সাধারণ সম্পাদক আবুল হাছনাত তুষার, ফরহাদনগর ইউনিয়ন সভাপতি আবদুল মান্নান রাসেল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল প্রমুখ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু জানান, এই কর্মসূচি পুরো বোরো মৌসুমে চলবে। জেলার একপ্রান্ত থেকে আরেক প্রান্তের কৃষকরা খবর দিলেই ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবেন। শ্রমিক সংকটে ধান কাটতে না পারা কৃষকদের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হবে। বাংলাদেশ ছাত্রলীগের আহ্বানে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ জানান, চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে ছাত্রলীগ নিরবচ্ছিন্ন ও নিরলস ভূমিকা পালন করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত