ট্রলারের পাখা ভেঙে বিকল

সাগরে ভাসতে থাকা ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার প্রতিনিধি

মধ্য সাগরে পাঁচ দিন ধরে ভাসছিল ট্রলার। ছিল না মোবাইল নেটওয়ার্ক। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ভোলার মনপুরা এলাকার এমন ১৯ জেলেকে গতকাল কক্সবাজার থেকে প্রায় ২৩ নটিক্যাল দূরে গভীর সাগর থেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। ট্রলারটিতে জিপিএস ডিভাইস না থাকায় অবস্থান শনাক্তের পাশাপাশি ২৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে কোস্ট গার্ড।

গতকাল বিকাল ৫টার দিকে ট্রলারসহ ১৯ জনকে কক্সবাজার উপকূলে আনার পর কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এইচএম লুৎফুল লাহিল মাজিদ বলেন, প্রশাসনের মাধ্যমে সংবাদ পেয়ে উদ্ধার কাজে নামে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও কোস্ট গার্ডের নিয়মিত টহল দল। কিন্তু ট্রলারটিতে জিপিএস ডিভাইস না থাকায় অবস্থান শনাক্ত করতে করা যাচ্ছিল না। পরে সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী সমুদ্রে উদ্ধার অভিযান শুরু করে। পরে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে ট্রলারসহ ১৯ জেলেকে উদ্ধার করা হয়। লে. কমান্ডার এইচএম লুৎফুল লাহিল মাজিদ আরো বলেন, প্রায় ২৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রলারসহ ১৯ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। ফিশিং ট্রলার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে জেলেদের হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।