সংস্কৃতি মানুষের জীবন বিকাশে বড় ভূমিকা রাখে

বললেন রবি ভিসি

প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র ‘নদী’র আয়োজনে ‘সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে’ গীতিকবি হাসান আনোয়ারের গান নিয়ে আলোচনা ও সংগীতানুষ্ঠান হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শাহ্ আজম। তিনি বলেন, সংস্কৃতি মানুষের জীবন-বিকাশ, রাজনৈতিক চরিত্র নির্মাণ ও ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

সংস্কৃতির উপজীব্য বিষয়গুলোর মধ্যে সংগীত অন্যতম। সংগীত জনচিত্তকে আলোড়িত করার শক্তি ধারণ করে। কবিগুরু বলেছেন, ‘গানে যখন কথা আছে তখন কিন্তু কথার উপজীব্য না বাড়ানোই ভালো এবং যেখানে কথা শেষ সেখানেই সংগীতের শুরু’। তিনি আরো বলেন, সংগীত ও কবিতা একটি ছবির মতো। এক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘জাপান যাত্রী’ গ্রন্থে বলেছেন, ‘ছবি হচ্ছে সীমা আর গান হচ্ছে অসীম। অসীম যেখানে সীমার মধ্যে ধরা দেয় সেটি হচ্ছে ছবি। আর সীমা যেখানে সীমাহীনতায় বিলীন হতে চায়, সেখানে গান। ভাষার দুটি দিক থাকে, একটি ভাষার অর্থবোধক দিক আরেকটি সুরের দিক। এভাবেই সংগীত হয়ে ওঠে পৃথক ভাষা তথা যোগাযোগের মাধ্যম। গান সময়ের পরম্পরায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে সেতুবন্ধন রচনা করে। রবি ভিসি সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে গীতিকবি হাসান আনোয়ারের উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাকে রবির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন। নদীর উপদেষ্টা নবী নেওয়াজ খান বিনুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক ক্যাবিনেট সচিব কবির বিন আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আওয়ামী লীগ নেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী।