ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

দুই-তিনটি দল দেশ ধ্বংসের চেষ্টা চালাচ্ছে

বললেন আইনমন্ত্রী
দুই-তিনটি দল দেশ ধ্বংসের চেষ্টা চালাচ্ছে

দুই থেকে তিনটি রাজনৈতিক দল দেশ ধ্বংসের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শোনলোইঘর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক পথসভায় এমন মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশকে ধ্বংস করার জন্য দুই থেকে তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে। তাদের ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সজাগ থাকতে হবে। আমাদের বিশ্বাস, সেসব ষড়যন্ত্র বাংলাদেশের মানুষই প্রতিহত করবে এবং ছিন্নভিন্ন করবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবার ভোট দেয়ার আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, একমাত্র শেখ হাসিনার আমলে উন্নয়ন সম্ভব। বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনকে গৃহ দিচ্ছেন। জনগণ যদি তার হাতকে শক্ত করে এবং নৌকা মার্কায় আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন, তাহলে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে। এর আগে মন্ত্রী মনিয়ন্দ ইউনিয়ন পরিষদে এক পথসভা করেন। সেখানে আগামী জাতীয় নির্বাচনে সবার কাছে নৌকা মার্কায় ভোট চান। পরে মনিয়ন্দ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা করেন। আনিসুল হকের সঙ্গে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানী ও মনিয়ন্দ ইউনিয়ন ভোট পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত