গত মঙ্গলবার দুপুরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে তার সচিবালয়স্থ কার্যালয়ে ইনটেক্স সাউথ এশিয়ার আয়োজক ওয়ার্লডেক্স ইন্ডিয়া এক্সিবিশন এন্ড প্রমোশন প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক আরতি ভাগাট এবং প্রকল্প প্রধান জহির মার্চেন্ট সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠককালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে, দক্ষিণ এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং শো ‘১১তম ইনটেক্স দক্ষিণ এশিয়া’তে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বলেন, আমি জেনে আনন্দিত যে, ইন্টেক্স সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং শো বাংলাদেশে অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি, ইন্টেক্স সাউথ এশিয়া অর্থনীতিকে চাঙা করবে এবং বাংলাদেশ ও অন্যান্য অংশগ্রহণকারী দেশের বস্ত্র ও পোশাক শিল্পের জন্য সুযোগ তৈরি করবে।