ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

পুরোনো মালিকের কাছে ফিরতে ৬৪ কিমি. পাড়ি দিল কুকুর!

পুরোনো মালিকের কাছে ফিরতে ৬৪ কিমি. পাড়ি দিল কুকুর!

পুরোনো মালিকের কাছে ফিরতে ৬৪ কি.মি. পাড়ি দিল কুকুর! মানুষের প্রতি কুকুরের ভালোবাসার কথা সর্বজনবিদিত। নিজের প্রাণ বিপন্ন করে, কখনও বা প্রাণ দিয়ে হলেও মালিকের প্রাণ রক্ষা করেছে পোষা কুকুর, বিশ্বজুড়ে এমন ঘটনার নজির অনেক। মালিকের প্রতি তাদের বিশ্বাস এবং ভালোবাসা যেকোনো মাত্রায় যেতে পারে, সম্প্রতি আয়ারল্যান্ডের একটি ঘটনায় তার প্রমাণ মিলেছে।

পুরোনো মালিকের কাছে ফিরতে পাহাড়-জঙ্গল-নদী পেরিয়ে ৬৪ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে একটি গোল্ডেন রিট্রিভার কুকুর। কুপার নামের কুকুরটিকে তার পুরাতন মালিক কোনও বিশেষ কারণে নিজের কাছে রাখতে পারেননি। নাইজেল ফ্লেমিং নামে অন্য একজন কিছুদিন আগে দত্তক নেন কুকুরটিকে। খবর দ্য ওয়ালের। নাইজেলের বাড়ি উত্তর আয়ারল্যান্ডের কাউন্টি টাইরনে। গত ২২ এপ্রিল কুপারকে দত্তক নেওয়ার পর গাড়িতে করে তাকে নিয়ে নিজের বাড়িতে ফিরছিলেন নাইজেল। কিন্তু গাড়ি থেকে তাকে নামানোর আগেই জানলা দিয়ে লাফ মেরে পালিয়ে যায় কুপার। তার সন্ধান পেতে হারিয়ে যাওয়া পোষ্যদের খুঁজে দেয়ার সংস্থা ‘লস্ট পজ এনআই’ এর সঙ্গে যোগাযোগ করেন নাইজেল। তারপরেই কুপারের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে শুরু করে সংস্থাটি। হারিয়ে যাওয়ার দিন পাঁচেক পর সংস্থাটির কাছে খবর আসে, কুপারকে কাউন্টি লন্ডনডেরিতে তার পুরোনো বাড়ির পথে যেতে দেখা গেছে। লস্টপজের তরফে জানানো হয়েছে, পাহাড়ি রাস্তা এবং জঙ্গল পেরিয়ে রোজ রাতে একা একা ছুটে পুরোনো ঠিকানায় পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে যেত কুপার। কোনো মানুষের কাছে খাবার, পানি, আশ্রয় কিংবা অন্যকিছুর জন্য সাহায্য চায়নি সে। টানা ২৭ দিন তল্লাশি চালানোর এমন একটি জায়গা থেকে কুপারকে উদ্ধার করা হয়, যেখানে সে আগে কখনও যায়নি। লস্ট পজের সদস্যদের অনুমান, কুপার নিজের পুরোনো ঠিকানায় ফিরে গিয়েছিল। কিন্তু সেখানে কাউকে দেখতে না পাওয়ায় ফের নতুন করে পথ চলতে শুরু করে সে। উদ্ধার করার পর নাইজেলের কাছেই আবার ফিরিয়ে দেয়া হয়েছে কুপারকে। পোষ্যকে ফিরে পেয়ে আনন্দ চোখের পানি ধরে রাখতে পারেননি, নাইজেল এবং তার স্ত্রী। তারা জানিয়েছেন, কুপার বর্তমানে সুস্থই রয়েছে। তবে দীর্ঘদিন অনাহারে, অর্ধাহারে এবং আশ্রয়হীনভাবে থাকার জন্য তার শরীর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। যদিও এখন একটু একটু করে খাবার খাচ্ছে সে। লস্ট পজের এক মুখপাত্র জানিয়েছেন, এখন নতুন বাড়িতে আস্তে আস্তে মন বসছে কুপারের। নাইজেলের আরও একটি কুকুর রয়েছে, যার সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে তার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত