ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বারসহ দুই কারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার পলিয়ানপুর থেকে দুই পাচারকারীসহ এ স্বর্ণ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মহেশপুর উপজেলার জিন্নাহনগর পলিয়ানপুর গ্রামের সাদির আলী মণ্ডলের ছেলে আছানুর (৪৮) এবং চয়েন মণ্ডলের ছেলে নবিছদ্দি মণ্ডল (৫৮)। ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে দুইজন ব্যক্তি মহেশপুরে পলিয়ানপুর এলাকা দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে গমন করবে। এরপর পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহল দল কাজীরবেড় গ্রামের খোলা মাঠের মধ্যে অ্যাম্বুশ স্থাপন করে। এরপর তারা দেখতে পান দুইজন ব্যক্তি মাঠের মধ্যে দিয়ে সীমান্তের শূন্য লাইনের দিকে যাচ্ছে। সে সময় তাদের চ্যালেঞ্জ করে দুই কেজি ৩৩১.১২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, খাকি রঙের স্কস্টেপ দিয়ে পেঁচানো জব্দকৃত স্বর্ণের বারগুলো আসামিদের পরিহিত লুঙ্গির কোমরে মোড়ানো অবস্থায় ছিল। আটকৃত স্বর্ণের বারের মূল্য এক কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।