সংসদ ভবন লেকে মাছ ধরা কার্যক্রমের উদ্বোধন

প্রকাশ : ০৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী গতকাল জাতীয় সংসদ লেকে সৌখিন মৎস্য শিকারীদের জন্য বড়শি দ্বারা মাছ ধরা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম, খাদিজাতুল আনোয়ার এমপি ও আদিবা আনজুম মিতা এমপি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি নূর-ই-আলম চৌধুরী লেকের ১৯ ও ২০ নম্বর ফিশিং পয়েন্টে বড়শি ফেলে কার্যক্রমের উদ্বোধন করেন।

এছাড়া অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, বড়শি দিয়ে মাছ শিকারি ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।