আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল-২০২২ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের এমএইচ খান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। বিশেষ অতিথি ছিলেন, আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভাইস-চ্যান্সেলর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দশনামূলক বক্তব্য দেন এবং শিক্ষা জীবনে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে ভবিষ্যৎ বিশ্বের উপযোগী হিসেবে। সময়কে কাজে লাগিয়ে উন্নত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এতে সমাজ, বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণ সাধিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে মো. মহিউদ্দিন আহমেদ নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে শিক্ষার্থীদের সময়কে কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি সময়ের সঙ্গে নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. মাহমুদুর রহমান, আর্কিটেকচার ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. জেসমিন আরা বেগম, বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. সালেহ মো. মাশহেদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম মল্লিক, লাইব্রেরিয়ান ড. মো. জিল্লুর রহমান। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, জান্নাতুল ফেরদৌস, তাসফিয়া জেরিন সরকার, বৃষ্টি রয়, ফায়াদ নাকিব, সানজিদা ইসলাম, সারাফ আল হাবিব, ফাইজিয়া তাসনিম রাফসা ও নাজমুস সাকিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান।