পালংখালীতে ক্যাম্পে গোলাগুলি

তিন রোহিঙ্গা আহত পিটুনিতে আরসা সন্ত্রাসী নিহত

প্রকাশ : ০৮ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে অবস্থিত ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের এলোপাতাড়ি গুলিতে ৩ রোহিঙ্গা আহত হয়েছে। পরে সংঘবদ্ধ রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী আরসার এক সন্ত্রাসী নিহত হয়েছে।

গতকাল ভোর রাতে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এই ঘটনা ঘটে।

আহত রোহিঙ্গারা হলো- ১৩ নাম্বার ক্যাম্পের জি ওয়ান ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫) ও তার দুই পুত্র মোহাম্মদ রফিক (২৫) ও জুবায়ের (১৮)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের ২০/২৫ জন সদস্য হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় রোহিঙ্গারা চিৎকার করলে আশপাশের ব্লক থেকে সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে।

সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ৩ রোহিঙ্গা আহত হয়। পরে সাধারণ রোহিঙ্গারা এক সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয় ও দা দিয়ে কোপায়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। পরে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

ওসি জানায়, হামলাকারী সন্ত্রাসীরা আরসা গ্রুপের সদস্য বলে জানা যায়। নিহত আরসা গ্রুপের সদস্যের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থলে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে।