ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কলাবাগানে বাসা থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

হবু স্ত্রী আটক
কলাবাগানে বাসা থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থেকে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত কুদরত-ই-খুদা হৃদয় যমুনা টিভির নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে লেক সার্কাস রোডের ৯৫ নম্বর বাড়ির চিলেকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সেখানে থাকা তার এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই মেয়ে হৃদয়ের হবু স্ত্রী, তার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ বলেন, পুলিশ যাওয়ার আগেই হৃদয়ের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে এখনও এর কোনো কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে জানা যায়- সকাল সাড়ে ১০টার দিকে রুমের সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মরদেহ উদ্ধারের সময় হৃদয়ের এক বান্ধবী সেখানে ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে খবর পেয়ে ৯৫ লেক সার্কাসের সাত তলা ভবনের ছাদের উপরের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হৃদয় গলায় ফাঁস দেয়া অবস্থায় ছিলেন। ওসি বলেন, নিহতের বাবা প্রবাসে থাকেন। ঘটনার পর নিহতের মা থানায় এসেছেন।

বান্ধবী সম্পর্কে ওসি বলেন, ওই মেয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল। মেয়েটি নিহত হৃদয়ের মাকে মা বলেই ডাকেন।

জানা গেছে, কুদরত-ই-খুদা সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার হোসেনপুর উত্তর গ্রামের ইতালি প্রবাসী আরিফ হোসেন মিঠুর ছেলে। ঢাকায় কলাবাগানে একটি ভাড়া বাসায় একা থাকতেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত