ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সুদান থেকে দেশে ফিরেছেন ৫১ বাংলাদেশি

সুদান থেকে দেশে ফিরেছেন ৫১ বাংলাদেশি

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৩৬-এর মাধ্যমে জেদ্দা থেকে সকাল ১০টা ২০ মিনিটে ৫১ জন সুদান প্রবাসী ঢাকায় পৌঁছেছেন। গতকাল বৃহস্পতিবার বিমানের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ দূতাবাস ও সৌদি কর্তৃপক্ষের সহযোগিতায় সংঘাতপূর্ণ সুদান থেকে এসব প্রবাসী বাংলাদেশি জেদ্দায় সাময়িক আশ্রয় নিয়েছিলেন। এর আগে ৮ মে জেদ্দা থেকে ১৩৬ জন সুদান প্রবাসীকে দেশে ফিরিয়ে আনে বিমান। অন্যদিকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ কাতার এয়ারলাইন্সে আরো ১৩০ জন এবং মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৮ জন বাংলাদেশি দেশে ফিরবেন। বাকি বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবের জেদ্দায় সরিয়ে নিতে বাংলাদেশ নিজস্ব খরচে সুদান থেকে চারটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করছে। সুদান গত মাসে একটি গৃহযুদ্ধে লিপ্ত হয়েছে, যাতে এ পর্যন্ত বেসামরিক নাগরিকসহ ৬০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ জাহাজ ও বিমানে করে সুদান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত