বঙ্গবন্ধুর সংবিধান অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ

বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশ : ১৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

৩০ লাখ শহীদের রক্তে লেখা বঙ্গবন্ধুর সংবিধান অসাম্প্রদায়িক ও ধর্মণ্ডনিরপেক্ষ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আমরা মুক্তি সংগ্রাম করেছি ২৩ বছর। রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ‘মুক্তিযোদ্ধা মিলনমেলা ২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রায় ৫০০ মুক্তিযোদ্ধা অংশ নেন। বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধী গোলাম আজমকে দেশে এনে নাগরিকত্ব দিয়েছেন। পাকিস্তানের পক্ষের লোকদের ক্ষমতায়িত করেছেন। সেখানেও থামেননি। যে বঙ্গবন্ধুর কারণে দেশ স্বাধীন হয়েছে তাকে হত্যা করেছেন। ইনজাংকশন জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করে দিয়েছেন। তারা পাকিস্তানকে লালন করেছেন বলেই তাদের দলের নেতারা এখন বলেন, পাকিস্তানেই ভালো ছিলাম। তিনি বলেন, পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে পাকিস্তানের বিরোধী, বিচ্ছিন্নতাবাদী বলে মনে করত। ’৭০-এর নির্বাচনে জয়ী হওয়ার পর ক্ষমতা হস্তান্তর করেনি। এসব ঘটনা জানার পরও বিএনপি এসব কথা বলে। অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গাজী গোলাম দস্তগীর বলেন, পাকিস্তানে এখন বঙ্গবন্ধু বন্দনা শুরু হয়েছে। মুক্তিযোদ্ধা, তার পরিবারের সদস্যদের আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে আপনারা থাকুন। বঙ্গবন্ধু আমাদের একটি নতুন দেশ দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করেছিলেন। সেই মানুষটিকে এবং তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে। ওই সময়ে আমরা মুক্তিযুদ্ধের সনদ দেখাতে পারিনি। আপনাদের বলব- স্বাধীনতার পক্ষের লোকের সঙ্গে আপনারা থাকুন। রাজাকারের পক্ষের লোকদের সঙ্গে থাকবেন না। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদস্য, আওয়ামী লীগ ও প্রতিষ্ঠাতা সদস্য, সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর ওয়াকার হাসান বীরপ্রতীকসহ অনেকেই।