অন্যরকম

অদৃশ্য প্রহরীর ডাকে ঘুম ভাঙে যে ফুলের!

প্রকাশ : ১৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সুবাস নেই। তবুও তার সৌন্দর্য সবার নজর কাড়ে। বছরের ১১ মাসই থাকে মাটির নিচে ঘুমিয়ে! এরপর অদৃশ্য এক প্রহরীর ডাকে তার ঘুম ভাঙে! খবর পেয়েই মাটি ভেদ করে মাথা তুলে দাঁড়ায়। সৃষ্টি হয় ভিন্ন এক গল্পের। কি খবর দিল তাকে সেই প্রহরী! তা কেউ না জানলেও পৃথিবীকে জানান দেয় তার আপন অস্তিত্ব। বলছি মে ফ্লাওয়ারের কথা। যে ফুল এক নজর দেখলেই এখন কি মাস চলছে তা জানা যায়। বছরের অন্য কোনো মাসে এ ফুলের দেখা মেলে না। শুধু মে মাসেই ফোটে এই ফুল। প্রকৃতিতে এখন মে মাস। এই সময়ে অনেকের বাগানে, ছাদে ও বারান্দায় শোভা পাচ্ছে ফুলটি। মে ফ্লাওয়ার দেখে মনে হবে গাছে শুধু একটি ফুলই ফুটেছে। কিন্তু আসলে তা নয়। এটি অসংখ্য ফুলের আমবেল জাতীয় গোলাকার পুষ্পবিন্যাস। যেখানে প্রায় ২০০টি ফুল একত্রে মিশে থাকে। আর ফুলগুলোর মাথায় হলুদ রঙের পুংকেশর থাকে। ফুলের পাপড়িগুলো স্পর্শ করলে আঙুলের ডগায় উঠে আসবে হলুদ রং। গন্ধহীন এই ফুলটির আকর্ষণীয় সৌন্দর্য তাকে অন্য ফুল থেকে সহজেই আলাদা করে দেয়। অঞ্চলভেদে এই ফুল বল লিলি, গ্লোব লিলি, আফ্রিকান ব্লাড লিলিসহ আরো নানা নামে পরিচিতি। এপ্রিলের শেষের দিকে মাটি ভেদ করে গাছের সবুজ রঙের মোটা ডাঁটা বা ডগা বেরিয়ে আসে। পরবর্তীতে মে মাসের শুরুতেই এ ফুল ফোটে। মে মাস শেষে ফুলের গাছটি আবারো অদৃশ্য হয়ে যায়। বগুড়া শহরের ফুলতলা এলাকার বাসিন্দা মাসুদা বেগম। তার বাড়িতে একটি টবে সৌন্দর্য ছড়াচ্ছে মে ফ্লাওয়ার। তিনি বলেন, ফুলটির গন্ধ না থাকলেও দেখতে অনেক সুন্দর। প্রায় দেড় যুগ ধরে বাড়িতে এই ফুলের গাছ রয়েছে। ফুলটি দেখার জন্য সারাবছর অপেক্ষা করতে হয়। মাসুদা আরো বলেন, মে ফ্লাওয়ারের পাপড়ি ও পুংকেশর অসমান হলেও দেখতে অনেক সুন্দর। উজ্জ্বল লাল রঙের মাঝে হলুদণ্ডসাদা আভার মিশ্রণে গোলাকার বল আকৃতির এই ফুলটি সত্যিই অসাধারণ। বগুড়ার কাহালু উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসএম আল-আমিন বলেন, মে ফ্লাওয়ার কন্দজাতীয় ফুল গাছ। গাছের ডাঁটা থেকে ফুল হয়। ফুলের ডাঁটা ও গাছের গড় উচ্চতা প্রায় ১০ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এই ফুলটি গন্ধহীন হলেও অত্যন্ত আকর্ষণীয়। তিনি আরো বলেন, মে ফ্লাওয়ারের আদি নিবাস আফ্রিকা হলেও আমাদের আবহাওয়ায় এই গাছ বেশ উপযোগী। তাই ফুলপ্রেমীদের বাগানে, বারান্দার টবে, ছাদ বাগানে মে ফ্লাওয়ারের দেখা মেলে।