ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হোয়াটসঅ্যাপেও ট্রুকলারের সুবিধা

হোয়াটসঅ্যাপেও ট্রুকলারের সুবিধা

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ট্রুকলারের সুবিধা। এর ফলে অ্যানড্রয়েড ফোনের স্প্যাম কলের মতো হোয়াটসঅ্যাপেও চিনিয়ে দেবে ট্রুকলার। সম্প্রতি হোয়াটসঅ্যাপে স্প্যাম কলে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে নানা ব্যক্তিগত তথ্য। এরপর সেগুলো দিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিচ্ছে। আবার ব্যাংক অ্যাকাউন্ট, অনলাইন ব্যাংকিংয়ের নাম করেও হাতিয়ে নিচ্ছে অ্যাকাউন্টের টাকা। হোয়াটসঅ্যাপে রয়েছে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন সিস্টেম। পাশাপাশি এই অ্যাপের নিরাপত্তাও অনেক মজবুত করতে প্ল্যাটফর্মে ট্রুকলারের ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে মেসেজিং প্ল্যাটফর্মে মিলবে কলার আইডেন্টিফিকেশন ফিচার। ভয়েস কল এবং ভিডিও কল উভয় ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যাবে। এতদিন টেলিকম সার্ভিস দ্বারা স্বীকৃত কলগুলোই শনাক্ত করতে পারত ট্রুকলার। তাছাড়া এই পরিষেবা মেসেজিং অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি প্ল্যাটফর্মে পাওয়া যেত না। তবে মেসেজিং অ্যাপে ট্রুকলার ফিচার থাকার ফলে স্প্যাম কল চিহ্নিত করতে সুবিধা হবে ব্যবহারকারীদের। বর্তমানে ফিচারটি বিটা ভার্সনে রয়েছে। এ মাসের মধ্যেই সব ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। এই ফিচারের ফলে ইউজাররা অনেকটাই সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত