মেট্রোরেল চলাচল ১২ ঘণ্টা করার প্রস্তাব
প্রকাশ : ১৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের প্রথম মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রীসেবা দিয়ে যাচ্ছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত (ছয় ঘণ্টা) চলছে আধুনিক এই গণপরিবহন। এই সময়সীমা আরো ছয় ঘণ্টা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অপারেশন ডিপার্টমেন্ট থেকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা।
জানা গেছে, মেট্রোরেলের প্রস্তাবিত পরিবর্তিত সময়সূচি আগামী ২১ মে থেকে কার্যকরের কথা বলা হয়েছে। এতে অফিসগামী যাত্রীদের চলাচলের সুবিধার্থে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়সূচি চার ধাপে বিন্যস্ত করা হয়েছে। সে অনুযায়ী, সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে। সকাল ১১টা ১ মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ বিবেচনায় ১৫ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে। দুপুর ৩টা ১ মিনিট থেকে বিকাল ৬টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে। বিকাল ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ বিবেচনায় ১৫ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে। এছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আনুসাঙ্গিক কার্যক্রমের জন্য মেট্রোরেল চলাচল শুক্রবার বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সাপ্তাহিত বন্ধ থাকছে মঙ্গলবার। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব জানান, মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচলের প্রস্তাব করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ডিএমটিসিএলের তৈরি মেট্রোরেল (উত্তরা-আগারগাঁও) গত বছরের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধাপে ধাপে এই রুটের ৯টি স্টেশনের সবগুলো চালু করা হয়। এসব স্টেশন দিয়ে এখন যাত্রীরা ওঠাণ্ডনামা করতে পারছেন। অফিসগামী যাত্রীরা মেট্রোরেল চলাচলের সময়সীমা বৃদ্ধি করে অফিস সময়ের সঙ্গে সমন্বয়ের দাবি করে আসছেন।